Saturday , June 3 2023

সাভারে নারী শ্রমিকসহ তিনজনের মরদেহ উদ্ধার …- 705432 | কালের কণ্ঠ



[ad_1]

ঢাকার অদূরে সাভারে পৃথক স্থান থেকে এক নারী পোশাক শ্রমিকসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ. এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারী শ্রমিকের স্বামীকে পুলিশ আটক করেছে. সোমবার ভোররাতে সাভার হেমায়েতপুরের অদূরে আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়.

পুলিশ জানায়. ভোররাতে সাভারের হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় নিজ ভাড়াবাসায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সজিব মিয়া (২২) নামের এক গার্মেন্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা. পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে তারা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়. নিহত গার্মেন্ট শ্রমিক সজিব মিয়া সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে.

অপরদিকে, ভোররাতে সাভার পৌর এলাকার শীহীবাগ মহল্লায় নিজ ভাল়াবাসায় ঝুলন্ত অবস্থায় সাথী আক্তার (২0) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়. এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ইমন মিয়াকে (২5) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে. নিহত সাথী আক্তারের বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে.

এদিকে, সোমবার সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়ার কুঠিবাড়ি এলাকার একটি বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ. প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি.

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, উদ্ধার হওয়া তিনটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে. নিহত তিনজনই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে. তবে ময়নাতদন্তের পরে জানা যাবে এগুলো হত্যা না-কি আত্মহত্যা.

[ad_2]
Source link